গোধূলি
খন্দকার সাজিদ মাহমুদ
★★★★★★★★★★★
গোধূলি তুমি কি লাল জামা, কালো ওড়নায় ঢেকে হেঁটে যাওয়া কোন ষরসী নারী?
নাকি চলার পথে হেটে যাওয়া তার এক ফাঁলি চাঁদ হাসি?
গোধূলি তুমি কি মাঠে, ঘাটে বসে থাকা সেই বেকার ছেলেটির লুকিয়ে দেখা এস এম এস চিঠি?
নাকি বন্ধু, বন্ধুতে বসে থেকেও কথা না বলে নিরবে মুস্কি হাসি?
গোধূলি তুমি কি জলপুকুরে কলস কাখে জল ডুবানো সে হাঁড়ি?
নাকি জলপরীকে লুকিয়ে দেখা ছলচুরির ঐ বাড়ি?
গোধূলি তুমি কি লজ্জাবতীর ডালে, ডালে ফুটে থাকা কচি ফুল?
নাকি ধরবো বলে চুপসে যাওয়া তার ছলনাময়ী রুপ?
শোন আমি বলছি এবার আমার আসল রুপ!
তভু বাছা তুমি এখন করো না একটু চুপ।
নইকো আমি ষরসী নারী,নইকো এস এম এস ফুল,
আমি হলাম ব্যার্থ প্রেমিকের ব্যার্থ সকল কূল।
আমায় নিয়ে কবিতা লিখে ছন্দে গাথে কবির ভুল।