অনলাইন ডেস্ক : সৌদি আরবে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এই ঘোষণা দিয়েছে।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করা হবে আগামী রোববার।
গত শুক্রবার ছিল মধ্যপ্রাচ্যে ২৯তম রোজা। তাই আজ এসব দেশে ৩০তম রোজা পালিত হবে। অর্থাৎ আগামী রোববার সেখানে ঈদুল ফিতর। খবর আরব নিউজের।
মহামারির মধ্যে এবার সারাবিশ্বে উদযাপিত হবে ঈদ। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে আগামী রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।
বাংলাদেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো, ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
শনিবার চাঁদ দেখা গেলে দেশে রোববার ঈদ উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার ঈদ উদযাপিত হবে।